Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / এবার মনের কথাও জানতে পারবে ফেসবুক

এবার মনের কথাও জানতে পারবে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক রোজ কিছু না কিছু নিয়ে এসে ইউজারদের চমক দেওয়ার চেষ্টা করে। এবার একটি ‘ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস’ বানাতে কাজ করছে ফেসবুক। এর মাধ্যমে ইউজাররা একে অন্যের মনের কথা বুঝে কথা বলতে পারবে। লন্ডনের এক সংবাদপত্র থেকে এমনটাই জানা গিয়েছে। এখানে উন্নত নিউরোসাইন্স ব্যবহার করা হয়েছে।

এই টেকনোলজিতে কম্পিউটার ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ‘নিউরোইমেজিং ও ইলেক্ট্রো সাইকোলিজক্যাল ডেটা’ নিয়ে কাজ করবে। এর আগে ফিউচার কম্পিউটার হিসেবে টেলিপ্যাথি’র এক ভার্সনের দিকে ইঙ্গিত করেছে মার্ক জুকারবার্গ। ফেসবুক এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। উল্লেখ্য, ২০১৫ সালে এক প্রশ্নোত্তর পর্বে জুকারবার্গ জানিয়েছিল কীভাবে মানুষ “আপনার মাথায় থাকা চিন্তা ধরতে পেরে ও তা পুরো ওয়ার্ল্ডের সঙ্গে শেয়ার করতে পারবে”।

Comments

comments