আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞা বিষয়ক নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভে সমর্থন প্রকাশ করেছেন সদ্যসাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ১০ দিন পর সোমবার এক বিবৃতিতে ওবামা অভিবাসন বিষয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার এ অবস্থানের কথা জানান।
গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করার পর থেকেই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশেষত নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, টেক্সাসের মতো শহরগুলোর পাশাপাশি দেশটির প্রধান প্রধান বিমানবন্দরগুলোর বাইরে চলছে ওই নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।
ট্রাম্পের সমালোচিত নির্বাহী আদেশের সমালোচনা করে দেয়া ওবামার বিবৃতি পাঠ করেন তার মুখপাত্র কেভিন লুইস। বারাক ওবামাকে উদ্ধৃত করে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট কাউকে কারো বিশ্বাস বা ধর্মের কারণে বৈষম্য করা ধারণার মৌলিকভাবে বিরোধী। শুধু তাই নয় এই নির্বাহী আদেশের বিরুদ্ধে আন্দোলনকারীদেরও সমর্থন জানিয়েছেন তিনি।
Comments
comments