অনলাইন ডেস্কঃ রাজধানীতে জামায়াতের ২৮ জন নারী সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাড়ি থেকে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।
তবে তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। এমনকি কারও নাম পরিচয়ও জানানো হয়নি। কেবল জানানো হয়েছে, মোহাম্মদপুর থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, তাজমহল ১১/৭ বাড়ির দোতলায় গোপন বৈঠকে মিলিত হওয়া নারীদের সবাই জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল জামায়াতের নারী কর্মীদের একটি বড় অংশ গোপনে বৈঠক করছে। ধারণা করা হচ্ছে, কোনো নাশকতার উদ্দেশ্যেই তাদের এই সভা। বর্তমানে তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন।
Comments
comments