Download Free BIGtheme.net
Home / শিক্ষা / এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

অনলাইন ডেস্ক: আগামী ২ এপ্রিল (রোববার) এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে গত বছরের সূচির তুলনায় এবার পরীক্ষায় সময় কমেছে ২৪ দিন।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষা এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত।

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস)পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসির সূচি অনুযায়ী, ১৫ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ থেকে ২৫ মে হবে ব্যবহারিক পরীক্ষা। গত বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার সময় কমেছে ২৪ দিন। গত বছর উচ্চ মাধ্যমিকের তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হয়, অর্থাৎ ৬৮ দিনে এ পরীক্ষা নেওয়া হয়। এবার পরীক্ষার সময় কমিয়ে ৪৪ দিনে সূচি সাজানো হয়েছে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদন করে তা প্রকাশ করেছে।

Comments

comments