Download Free BIGtheme.net
Home / জাতীয় / দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম

দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম।

সোমবার রাতে অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে তাকে এ নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দেশের ১১তম নির্বাচন কমিশনার হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। তার নেতৃত্বে পরবর্তী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন ইসি’র নতুন সদস্যরা।

নির্বাচন কমিশনে এর আগে ১১ জন প্রধান নির্বাচন কমিশনার এবং ২৩ জন নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করলেও তাদের মধ্যে কোনো নারী ছিলেন না।

নির্বাচন কমিশনে ইতিহাসে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত কবিতা খানম।

“এটাই প্রথম, এটা ইতিহাস। এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ”

সোমবার রাতে সাবেক সচিব খান মোহাম্মদ নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। বেগম কবিতা খানম ছাড়া অন্য তিন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদৎ হোসেন চৌধুরী।

Comments

comments