Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / নেপালে ৩৮ বাংলাদেশি গ্রেফতার

নেপালে ৩৮ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে নেপালে ৩৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশ বলছে কাঠমান্ডুর বিভিন্ন পোশাক এবং দর্জির দোকানেই মূলত তারা কাজ করতেন। নেপালের পুলিশ জানিয়েছে, পাচারের শিকার অন্তত ৩৮ জন বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছে। তারা জানায়, উপসাগরীয় দেশগুলোতে ভালো চাকরি পাবার লোভে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তারা নেপাল এসেছে।

নেপাল থেকে গণমাধ্যম জানিয়েছে, বেশীরভাগ বাংলাদেশিদের কাছে ভ্রমণ বা কাজের কোনও ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। নেপালেই এরা অবৈধভাবে বাস করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে দু’জনের কাজে বৈধ কাগজপত্র পাওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আর বাকি ৩৬ জনকে কাঠমুন্ডুর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কীভাবে নেপালে পাচার হয়ে এলো, এ বিষয়ে আরো তদন্ত করবেন কর্মকর্তারা।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি স্থলপথে ভারত হয়ে নেপালে এসেছেন। কাঠমান্ডুর বিভিন্ন পোশাক এবং দর্জির দোকানেই মূলত এরা কাজ করতেন। পুলিশ আরো জানিয়েছে, মানবপাচারকারী চক্র সাধারণত এই ধরনের মানুষদের ইউরোপ বা উপসাগরীয় দেশগুলোতে চাকরি দেবার লোভ দেখিয়ে নিয়ে আসে নেপালে। তারপর এখান থেকে তারা অবৈধ কাগজপত্র তৈরি করে অভিবাসী শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে পাঠায়।

Comments

comments