Download Free BIGtheme.net
Home / শিল্প-সাহিত্য / বইমেলায় ‘কাটার মাস্টার মোস্তাফিজ’

বইমেলায় ‘কাটার মাস্টার মোস্তাফিজ’

অনলাইন ডেস্কঃ ক্রিকেট দুনিয়ার বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানকে নিয়ে লেখা বই ‘কাটার মাস্টার মোস্তাফিজ’ মিলছে অমর একুশে বইমেলায়। সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বইটি মেলায় আনে রূপ প্রকাশন (২৭০-৭১ নং স্টল)।

রূপ প্রকাশনের স্বত্বাধিকারী কাজী আব্দুল হকের সঙ্গে কথা হয় বইটি প্রসঙ্গে। তিনি বলেন, একজন খেলোয়াড়কে কত কাঠ-খড় পুড়িয়ে খ্যাতি অর্জন করতে হয়, তার সবই পাওয়া যাবে মোস্তাফিজকে নিয়ে লেখা এই বইটিতে। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই খেলোয়াড়ের জীবনী পড়ে সবাই আনন্দ পাবে বলে আমার বিশ্বাস।

বইটি যৌথভাবে লিখেছেন বিকেএসপির বাংলার শিক্ষক ড. শামীমুজ্জামান ও ক্রিকেটার সাকিবের ব্যাচমেট মু. খাদেমুল ইসলাম। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বইটিতে তরুণ খেলোয়াড় মোস্তাফিজের শৈশব, কৈশোরের নানা কাহিনি, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, খেলার মাঠের প্রশিক্ষণ, অর্জন সবই রয়েছ। রয়েছে মোস্তাফিজের খেলার জগতে পা রাখার পেছনের কথাও। বইটিতে বিভিন্ন সময়ে তার দায়িত্বে থাকা কোচ এবং ভাইয়ের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। আছে কিছু দুর্লভ ছবিও।

Comments

comments