Download Free BIGtheme.net
Home / খেলা / পাপুয়া নিউগিনিকে ২১৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা

পাপুয়া নিউগিনিকে ২১৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্কঃ প্রমিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশে মেয়েরা করেছে ২১৫ রান। অবশ্য অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পাপুয়া নিউগিনির বিপক্ষে এই লড়াকু পুঁজি সংগ্রহ করেছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৫ করে রোমানারা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলপতি রোমানা আহমেদ। টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলে বাংলাদেশের মেয়েরা। ওপেনার শারমিন আক্তার ও ফারজানা হক তুলে নেন অর্ধশকত।

দলের হয়ে শারমিন সুলতানা (০), শারমিন আক্তার (৫৬), সানজিদা ইসলাম (২৮), ফারজানা হক (৫১), রুমানা আহম্মেদ (০) ও নিগার সুলতানা করেন (১৪) রান। এছাড়া সালমা খাতুন (৩২) ও শালিয়া সারমিন (২০) রানে অপরাজিত থাকেন।

Comments

comments