Download Free BIGtheme.net
Home / জাতীয় / ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

অনলাইন ডেস্কঃ ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন ফল প্রকাশের কথা জানিয়ে বলেন, উত্তীর্ণদের ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। তবে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার ফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানা যাবে।

Comments

comments