অনলাইন ডেস্কঃ অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া আট বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমীর হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভিস্মদেব চক্রবর্তী, বিচারপতি ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী।
তবে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ফরিদ আহমেদ শিবলীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়নি সরকার। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাদেরকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।
Comments
comments