Download Free BIGtheme.net
Home / খেলা / শেষ দিনের পরীক্ষায় মাঠে নেমেছে সাকিবরা

শেষ দিনের পরীক্ষায় মাঠে নেমেছে সাকিবরা

স্পোর্টস ডেস্কঃ হায়দ্রাবাদ টেস্টে ভারতের ৪৫৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের থেকে টাইগাররা এখনও পিছিয়ে ৩৫৬ রান।

আজ সকালে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে (সেটা হতে পারে ড্র অথবা জয়) আবারও মাঠে নেমেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ (৯) এবং সাকিব আল হাসান (২১)। আর সেটা হলে ইতিহাস গড়বে বাংলাদেশ।

কী হতে পারে আজ হায়দরাবাদ টেস্টের সম্ভাব্য ফল, ড্র নাকি ভারত অথবা বাংলাদেশের জয়?

টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের নজির আছে। সেখানে বাংলাদেশের সামনে লক্ষ্য ৪৫৯ রান। কমপক্ষে ১২৫ ওভারে সেই লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১০৩ রান। জিততে হলে শেষ দিনে ৭ উইকেট হাতে রেখে করতে আরো ৩৬৫ রান। কাজটা বাংলাদেশের জন্য তাই অনেক কঠিন। কিন্তু ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই!

Comments

comments