অনলাইন ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ভোরে দুদকের উপপরিচালক মোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদুজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জেল হোসাইন।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, `মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।`
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণনিয়োগপত্র, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড প্রদানের মাধ্যমের গ্রেফতারকৃতরা এক কোটি চার লাখ টাকা রাষ্ট্রীয় ক্ষতি ও আত্মসাৎ করেন। পরে এসব অভিযোগ এনে ২০১২ সালে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন।
এরই অংশ হিসেবে ভোরে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
Comments
comments