Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / এপ্রিলে বাজারে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮

এপ্রিলে বাজারে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এন্ড্রয়েড স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এপ্রিলে বাজারে নিয়ে আসছে গ্যালাক্সি এস৮ নামে তাদের সর্বশেষ মডেলের মোবাইল সেট। খবর কোরিয়ান হেরাল্ডের।

এ ফোন সেট নিয়ে এখনও চলছে নানা ধরণের গবেষণা। ইতিমধ্যে এটির অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। মূলত আইফোনের ৬এস এ ৭এস সিরিজের আদলে তৈরি করা হচ্ছে স্যামসংয়ের এ নতুন সেট।

দুই সাইজের গ্যালাক্সি এস৮ বাজারে আসছে। ছোটটির ক্রিন ৫.৮ ইঞ্চির, আর এস৮ প্লাস নামে বড়টির ক্রিন হবে ৬.২ ইঞ্চির।সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলেই বাজারে পাওয়া যেতে পারে স্যামসাংয়ের সর্ব শেষ মডেলের এ মোবাইল ফোন সেট।

Comments

comments