জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের পাশের দোকান থেকে তায়েবুরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, তাকে রাতেই ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তায়েবুরের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা থানায় সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পূর্বধলা থানার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments
comments