অনলাইন ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষা বর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে।
চলতি শিক্ষাবর্ষে আটটি অনুষদে ২০টি কোর্সে এক হাজার ৯৫৫ আসনে ভর্তির জন্য আবেদন করেছেন ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। প্রতি আসনে ৪৯ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮-২১ ডিসেম্বর। কিন্তু ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূন্য হয়ে যাওয়ায় এবং নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করে। অবশেষে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. মু. আবুল কাসেম যোগদান করেন।
Comments
comments