অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রতিহত করার মতো কোনো ক্ষমতা বিএনপির নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার যে হুঁশিয়ারি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, নির্বাচন প্রতিহত করার মতো কোনো ক্ষমতা বিএনপির নেই। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারী পারেনি, আগামীতেও পারবে না।
শুক্রবার রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আদালতের রায় জনগন অমান্য করবে না, বিএনপি যদি অমান্য করে জনগণ তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।
Comments
comments