ছাইয়েদুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ইতালির রাজধানী রোমে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি ইতালি শাখা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ২৫ মিনিটে দলের বিভিন্ন পর্যায়ের ৩০ জন নেতা কর্মীকে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান জাতীয় পার্টির ইতালি শাখার সভাপতি রাহেল আহমেদ তালুকদার। এ সময় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলীতে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি ইতালি শাখার সহ সভাপতি মাখন মিয়া, আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হক টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া, প্রচার সম্পাদক আবুল কাসেম, দপ্তর সম্পাদক নাজমুল হুসেন, যুগ্ম দপ্তর সম্পাদক আহমেদ মুস্তাক, সদস্য কুখন মিয়া লাবলু মিয়া বদরুল মিয়া নান্নু মিয়া রসুন মিয়া কাওছার মিয়া আবু মিয়া আজির মিয়া নজরুল মিয়া আছির মিয়া বাদশা মিয়া রাজু মিয়া হাসান মিয়া রিয়ান আহমদ সাবির মিয়া আহমেদ আবিদ ও আদিল মিয়া প্রমুখ।
ফুল দেওয়ার পর জাতীয় পার্টির ইতালি শাখার সভাপতি রাহেল আহমেদ তালুকদার বলেন, বায়ান্ন’র ভাষা আন্দোলনে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা শহীদ মিনারে এসেছি। আজকের এই দিনে আমাদের একটাই দাবি, সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে হবে। ৫২এর ভাষা আন্দোলনের চেতনায় বিদেশীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরার অঙ্গীকার গ্রহণের দাবী জানায়।
Comments
comments