Download Free BIGtheme.net
Home / জাতীয় / এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান: ডিআইজি

এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান: ডিআইজি

অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল কাদের খানের পরিকল্পনাতেই গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হত‌্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিআইজি গোলাম ফারুক বলেন, কাদের খান এক বছর ধরে সাংসদ লিটনকে হত্যার পরিকল্পনা করেন। হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকে একটি গুদামে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়।

হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনের মধ‌্যে কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী গ্রেফতার হওয়ার পর হাকিম আদালতে ‘১৬৪ ধারায় জবানবন্দি’ দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাদের খানকে গ্রেতার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া রানা নামের আরেকজন এখনও পলাতক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে তার বাড়িতে গুলি করে হত‌্যা করা হয়।

Comments

comments