বিনোদন ডেস্ক: সদা হাস্যোজ্জ্বল চিত্রনায়িকা আঁচল আঁখি। অভিনয় ক্যারিয়ারের অল্প সময়ের মধ্যে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভ, শাহরিয়াজের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে।
মুক্তির অপেক্ষায় রয়েছে আঁচল অভিনীত কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সিনেমা মুক্তির বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন এ সিনেমার প্রযোজক আরশাদ আদনান।
সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘সুলতানা বিবিয়ানা সিনেমার গল্পের মান অনেক ভালো। এর নির্মাণও চমৎকার হয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটি ভালোভাবে নেবেন।’
‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিত এ সিনেমায় আঁচল-বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। রোমান্টিক একটি প্রেমের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন।
যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
এ ছাড়া আঁচল অভিনীত ‘দাগ’ শিরোনামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আঁচল বর্তমানে ডিপজলের বিপরীতে ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।
খুলনার খালিশপুরের মেয়ে আঁচল ‘ভুল’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তার ‘বেইলি রোড’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কী প্রেম দেখাইলা’, ‘ফাঁদ’, ‘আজব প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘মেন্টাল’, ‘আড়াল’ প্রভৃতি সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন আঁচল।
Comments
comments