Download Free BIGtheme.net
Home / কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন আজ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন আজ

শিক্ষা ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ বুধবার। তাতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ।

সমাবর্তনে এক হাজার ৩৯৯ গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলাফলের জন্য স্বর্ণপদক দেওয়া হবে ২৯ শিক্ষার্থীকে। সমাবর্তন অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন পুরাতন খেলার মাঠে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায়। শুভেচ্ছা বক্তব্য দেবেন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। এরপর প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ডিগ্রি ও স্বর্ণপদক তুলে দেবেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

উল্লেখ্য, ২০০৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১১ বছরে পা দিল।

Comments

comments