Download Free BIGtheme.net
Home / প্রবাসে বাংলাদেশ / সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: সৌদি আরবের দাম্মামে রফিকুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রঙের কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মারা যান তিনি। রফিকুল ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার দক্ষিণ অলিপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সৌদি আরবের দাম্মামের আবাসিক এলাকায় একটি পুরনো ভবনে রঙের কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান রফিকুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দাম্মাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে মারা যান তিনি। রফিকুলের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

comments