Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / জামায়াত নেতা আজিজসহ ৬ জনের রায় যে কোনো দিন

জামায়াত নেতা আজিজসহ ৬ জনের রায় যে কোনো দিন

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপ

তি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও শেখ মোশফেক কবির। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম ও মো. শাহিনুর ইসলাম।

আব্দুল আজিজ ছাড়া মামলায় অন্যান্য আসামিরা হলেন- মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)।

এই ৬ জনের মধ্যে মো. আব্দুল লতিফ কারাগারে আছে, বাকি ৫ জন পলাতক রয়েছে। আজিজসহ গাইবান্ধার ৬ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

একই বছরের ২৩ নভেম্বর প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মাত্র একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে অন্যদের পলাতক দেখিয়েই আদালতে মামলার বিচারিক কাজ শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় সদস্য আব্দুল আজিজ মিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পযর্ন্ত ৪দলীয় জোটের অধীনে জামায়াত থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে এমপি ছিলেন।

Comments

comments