Download Free BIGtheme.net
Home / জাতীয় / পদ্মাসেতুর ৪০শতাংশ কাজ শেষ: সেতুমন্ত্রী

পদ্মাসেতুর ৪০শতাংশ কাজ শেষ: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজের ৪০ ভাগ শেষ হয়েছে। বললেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে মুন্সীগঞ্জে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পুনর্বাসন সাইটে কিছু উন্নয়ন প্রকল্প দেখে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসছে মাসে পদ্মাসেতুর মূল অংশের কাজ শুরু হবে। নির্মাণকাজ কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিশ্রুত সময়ের মধ্যে তা শেষ হবে।

তিনি বলেন, এরইমধ্যে সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শেষ হয়েছে ৪০ শতাংশ। আসছে জুনেই পিলারের ওপর সব স্প্যান বসানোর কাজ শুরু হবে। ১৫ দিন পর পর নতুন স্প্যান বসানোর কাজ চলবে।

সেতুমন্ত্রী বলেন, ৪১টি স্প্যানের মধ্যে ২০টির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গছে। জুন থেকে এগুলা বসানো শুরু হবে। এগুলো বসানোর জন্য মাওয়া প্রান্তের প্রস্তুতি শেষ হয়েছে। যেগুলো শিগগিরই চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে।

মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ শেষ হয়েছে। এরমধ্যে জাজিরায় ৩৮টি, মাওয়ায় ১৪টি এবং ট্রানজিশন পিলার হচ্ছে ১০টি।

Comments

comments