Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘রেইন ট্রি হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে’

‘রেইন ট্রি হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে’

অনলাইন ডেস্ক: বনানীর রেইন ট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি।পরিদর্শন শেষে বেলা ১২ টার দিকে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের প্রতীয়মান হয়েছে দ্য রেইন ট্রি হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কক্ষে ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে সেই কক্ষ দুটি আজ বন্ধ ছিল তবে আমরা বাইরে থেকে দেখেছি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা আমাদের প্রতিবেদনে সব কিছু উল্লেখ করব।

প্রসঙ্গত, বনানীর দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নেয়। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে কমিশনের চেয়ারম্যান পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

Comments

comments