Download Free BIGtheme.net
Home / জাতীয় / শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রধানমন্ত্রীর আহ্বান

শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রধানমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের শরণার্থীদের অমানবিক জীবনযাপন ও তাদের কারণে বাংলাদেশে সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে পথ বের করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী।

সেখানে মিয়ানমারের শরণার্থীদের অমানবিক জীবনযাপন ও তাদের কারণে বাংলাদেশে সমস্যার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তার সমাধানেরও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিদায়ী রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের সমাজ ও পরিবেশের ওপর মিয়ানমারের শরণার্থীদের প্রভাবের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। অমানবিক পরিবেশে বাস করছে শরণার্থীরা।

‘আপনি আপনার সরকারকে বলবেন, আমাদের উভয়েরই উচিত এ সমস্যা সমাধানের উপায় বের করা’, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান প্রেস সচিব। প্রতিবেশী দেশের মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধানের কথাই বলেন শেখ হাসিনা।

Comments

comments