Download Free BIGtheme.net
Home / প্রবাসে বাংলাদেশ / যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। লং আইল্যান্ডের নর্দান স্টেট পার্কওয়েতে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন একজন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার তাদের মরদেহ দেশে পাঠানো হবে।

নিহতরা হলেন, রায়হান ইসলাম (২৮), শামসুল আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)। তাদের মধ্যে রায়হান ও আতাউরের বাড়ি ভৈরবে আর শামসুলের বাড়ি ঢাকার মাতুয়াইলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমীন (৩৬)। স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিরা নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় ছিলেন।

পুলিশ বলছে, রায়হান ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তারা লং আইল্যান্ডে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা কাজ করতেন। বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।

Comments

comments