Download Free BIGtheme.net
Home / জাতীয় / তিন ঘণ্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘মোরা’

তিন ঘণ্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘মোরা’

অনলাইন ডেস্ক: ধেয়ে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মোরা’ আর আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আজ মঙ্গলবার ভোর ৬টায় ঘূর্ণিঝড়টি কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করা শুরু করে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে। মোরার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে এটি বাংলাদেশ সীমা অতিক্রম করবে। এবং যে শক্তি সঞ্চয় করছে তা ধীরে ধীরে কমবে।

তিনি জানান, এটি কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রামের কুতুবদিয়া অতিক্রম করে এটি এগোবে ভারতের মনিপুরের দিকে।

তিনি আরো বলেন, ‘মোরা’ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে টেকনাফে ও ১১৪ কিলোমিটার বেগে সেন্টমার্টিনে আঘাত করে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Comments

comments