অনলাইন ডেস্ক: দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আজ মঙ্গলবার বেলা ১১টায় বসছে। এই অধিবেশনেই আগামী ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবার চার লাখ ২০০ কোটি টাকার বাজেট উত্থাপিত হবে। এটি বাংলাদেশের ৪৬তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৮তম। আর অর্থমন্ত্রী হিসেবে তার ১১তম বাজেট পেশ করবেন আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সংসদের ষষ্ঠদশ এবং চলতি বছরের তৃতীয় অধিবেশনও এটি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ মে এ অধিবেশেন আহ্বান করেন।
সংসদের এই অধিবেশনে আগামী ১ জুন অর্থমন্ত্রী বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রীর। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার চার লাখ কোটি টাকার ওপর হবে বলে অর্থমন্ত্রী ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের স্বার্থে ঈদের ছুটির মধ্যে সংসদ অধিবেশন চালাতে হতে পারে। ঈদ ২৭ জুন হলেও পরদিন ২৮ জুন সংসদ সদস্যদের অধিবেশনে আসতে হবে। ওই দিন বাজেট আলোচনা শেষ করতে হবে। ঈদের জন্য ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অধিবেশনের বিরতি দেয়া হবে বলে সূত্রটি জানায়।
Comments
comments