অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জামিন দিয়েছে আদালত। বুধবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
শ্যামলকান্তির আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত আগামী ২০ জুলাই পর্যন্ত শ্যামলকান্তি ভক্তকে জামিন দিয়েছে।
অভিযোগ রয়েছে, শ্যামলকান্তি পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমের চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার কথা বলে ২০১৪ সালে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু পরে আর শ্যামল কান্তি তা করে দেননি।
মোর্শেদা বেগমের অভিযোগের তদন্ত শেষে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ গত ১৭ এপ্রিল শ্যামল কান্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত সেদিন শ্যামলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
কিন্তু বিকেলে একই আদালত জামিন নাকচ করে শ্যামলকান্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, ধর্মীয় অবমাননার অভিযোগ এনে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গত বছরের ১৩ মে শারীরিক নির্যাতন ও কান ধরে উঠ-বস করায় স্থানীয় এমপি সেলিম ওসমান। সে সময়ে ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিলো।
Comments
comments