বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার মতো বিয়ের পিঁড়িতে ভারতের টালিউড অভিনেত্রী বসালেন শ্রাবন্তী। এক বছর চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বর মুম্বাইয়ের সুপারমডেল কৃষ্ণ। গত রোববার আনুষ্ঠানিকভাবে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান ও রেজিস্ট্রি সেরে ফেলেন শ্রাবন্তী।
সবাই জানতেন, রবিবার মডেল বয়ফ্রেন্ড কিষণ ব্রজের সঙ্গে এনগেজমেন্ট ছিল তাঁর। সেই উপলক্ষ্যেই টলিউডের বন্ধুরা জড়ো হয়েছিলেন।
শ্রাবন্তীর এনগেজমেন্টের ছবি হাতে আসামাত্রই নজরে এল যে, একটা ছবিতে কাগজে সই করছেন কিষণ। পাশে হাত ধরে শ্রাবন্তী। এই ছবি থেকেই মনে হচ্ছে বিয়েটাও সেরেই ফেললেন দুজনে। রোহিত বলের ডিজাইন করা একটা আনারকলি পরেছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে বিয়ে করেছিলেন পরিচালক রাজীবকে। প্রথম বিয়ে থেকে শ্রাবন্তীর একটি ছেলেও আছে।
বিয়েতে হাজির হয়েছিলেন টালিগঞ্জের বেশির ভাগ তারকাই। তাঁরা শুভকামনা জানিয়েছেন নতুন এ দম্পতিকে। তবে বিয়ে হয়ে গেলেও শ্রাবন্তী বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন আগামী বছর। এমনটাই জানিয়েছে কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার।
Comments
comments