Download Free BIGtheme.net
Home / বিনোদন / এবার শাকিবের নায়িকা শুভশ্রী

এবার শাকিবের নায়িকা শুভশ্রী

bdonline24_577

বিনোদন ডেস্ক : এবার ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়ার এই সিনেমার নাম ঠিক না হলেও শুভশ্রী যে চূড়ান্ত তা নিশ্চিত করেছেন শাকিব খান।

শাকিব খানের বিপরীতে কলকাতার শ্রাবন্তী অভিনয় করেছেন `শিকারী` ছবিতে। সদ্য মুক্তি পাওয়া এই ছবিতে শাকিব-শ্রাবন্তী জুটি দারুণভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘এখন পর্যন্ত আমার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমাটিও শিকারি সিনেমার পরিচালক জয়দেব নির্মাণ করবেন। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে।’

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই নতুন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

Comments

comments