বিনোদন ডেস্ক : ঈদের ছুটি কাটিয়ে যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’-এর শুটিং করতে কলকাতায় গেলেন ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল পরীমনি।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক ওয়াজেদ আলী।
ঈদের আগে ছবিটির প্রথমদফা শুটিং শেষ হয়েছিল। বাকি কাজটুকু শেষ করতেই গত বৃহস্পতিবার পরীমনির কলকাতা যাত্রা।
‘রক্ত’ ছবিতে পরীমনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন; যার একটি পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্র, অন্যটি সাধারণ। একটি চরিত্রের নাম ‘সানিয়া’, আরেকটির নামই ‘পরী’।
পরী সংবাদমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও এ রকম অ্যাকশনধর্মী ছবিতে কাজ করা হয়নি। তাই বাড়তি অনুশীলন করতে হয়েছে। দর্শক পর্দায় সেটি ভালোমতোই বুঝতে পারবেন। আমাদের বেশির ভাগ অংশের কাজ শেষ। কলকাতায় আর পাঁচ-ছয় দিন শুটিং হবে। তারপর বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। বাকি থাকবে গানের শুটিং। সেটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি।
Comments
comments