Download Free BIGtheme.net
Home / খেলা / অলিম্পিক: ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন ম্যাক্লাউড

অলিম্পিক: ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন ম্যাক্লাউড

bdonline24_986

স্পোর্টস ডেস্কঃ ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জিতেছেন জ্যমাইকার ওমার ম্যাক্লাউড।

বাংলাদেশ সময় বুধবার সকালে সোনা জিততে ম্যাক্লাউড সময় নিয়েছেন ১৩.০৫ সেকেন্ড।

একই বিভাগে ‌১৩.১৭ সেকেন্ড সময় কিউবায় জন্ম নেয়া স্পেনের অরল্যান্দো ওর্তেগা রুপা ও  ফ্রান্সের দিমিত্রি বাসকু ১৩.২৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন।

১৯৮০ সালের মস্কো অলিম্পিক বয়কট করেছিল যু্ক্তরাষ্ট্র। ওই আসর ছাড়া ১২০ বছরের মধ্যে এই প্রথম অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে কোনো পদক পেল না যুক্তরাষ্ট্র।

Comments

comments