Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ইরানের বিমান ঘাঁটি ব্যাবহার করছে রাশিয়া

ইরানের বিমান ঘাঁটি ব্যাবহার করছে রাশিয়া

bdonline24_985

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বিমান হামলা চালানোর লক্ষ্যে রাশিয়া ইরানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে শুরু করার পর যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া দেখাচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানে সৈন্য মোতায়েন করল রাশিয়া।

সেখান থেকে সিরিয়ায় কথিত আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাও চালিয়েছে তারা।
এর প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া যেটা করেছে সেটা দুর্ভাগ্যজনক তবে অপ্রত্যাশিত নয়।

রাশিয়া যে ইরানের বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালাতে শুরু করেছে তা জানা যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকেই।

এতে বলা হয় ইরানের হামেডান ঘাঁটি থেকে মঙ্গলবার দূরপাল্লার টুপোলভ টোয়েন্টি টু এম থ্রি এবং সুখোই থার্টি ফোর উড্ডয়ন করেছে।

বিমানগুলো আলেপ্পো ইডলিব ও ডেইর-আল-জুর অঙ্গরাজ্যের বিভিন্ন লক্ষ্যমাত্রায় হামলা চালিয়েছে।
রাশিয়া গত বছর সিরিয়ার সামরিক অভিযান শুরু করবার পর থেকে এই প্রথম কোন তৃতীয় দেশ থেকে হামলা চালালো।

খবর বিবিসি

Comments

comments