বাংলাদেশ অনলাইন ডেস্কঃ ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার বিকেল ৪টার দিকে তিনি এ শ্রদ্ধা দিবেদন করেন। এ সময় নিহতদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় সে সময়কার বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমানসহ নিহত হন ২২ নেতা-কর্মী। এছাড়াও আহত হয় আরো কয়েকশো নেতাকর্মী।
Comments
comments