Download Free BIGtheme.net
Home / জেলার খবর / শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, ট্রাকের দীর্ঘ লাইন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, ট্রাকের দীর্ঘ লাইন

bdonline24_1096

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ পদ্মায় নাব্যতা সংকটের কারনে কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে এখনো বন্ধ রয়েছে রো রো ফেরি চলাচল । বাকি ফেগিুলো চলছে ধারন ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে পারাপারেও সময় বেশি লাগছে । আর এতে উভয় পাড়ে পন্যবাহী ট্রাকের লাইন পড়েছে ।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিনে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে কমতে থাকায় এ নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারন করেছে ।

ফলে সোমবার সকাল থেকেই কর্তৃপক্ষ এরূটের ৪টি রো রো ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। অল্প ড্রাফটের ৪টি কেটাইপ ও ৫টি ডাম্ব ফেরি ধারন ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে চলতেও হিমশিম খাচ্ছে । পারাপারে সময়ও লাগছে প্রায় ৩০ মিনিট বেশি । উভয় ঘাটে ৪ শতাধিক পন্যবাহী ট্রাক আটকে পড়ে শ্রমিকরা ভোগান্তি পোহাচ্ছে।

Comments

comments

[X]