Download Free BIGtheme.net
Home / শিক্ষা / জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ৪ অক্টোবর শুরু

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ৪ অক্টোবর শুরু

photo_2861

শিক্ষা ডেস্ক :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী জানান, আগামী ১৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সব অনুষদে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ইউনিটভেদে মানবন্টনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকবে।

ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে।

ভর্তির যোগ্যতা ও শর্তাবলীসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission) ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ আলী।

Comments

comments

[X]