Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘পাক-ভারত যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে’

‘পাক-ভারত যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে’

photo_2917

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান পরিস্থিতি যদি দেশ দুটোকে যুদ্ধের দিকে ঢেলে দেয় তাহলে তাতে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে আশা করেন, এর সমাধান সংশ্লিষ্ট দেশ দুটোকেই করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা খুবই উদ্বেগজনক। আমরা চাই না, এ নিয়ে কোনো উত্তেজনা তৈরি হোক, কোনো যুদ্ধ-বিগ্রহ তৈরি হোক। এ রকম কিছু হলে ক্ষতিগ্রস্ত আমরাও হব। আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা হয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এ ধরনের ঘটনা হোক, এটা আমরা চাই না। তারা দুই দেশ, দ্বিপক্ষীয়ভাবে নিজেরা বসে সমাধান করুক। এটাই চাই।’

‘এ নিয়ে কোনো ধরনের সংঘাত হোক এ অঞ্চলে। এটা কাম্য না। আমি এ ব্যাপারে শুধু এটুকুই বলতে পারি’, যোগ করেন প্রধানমন্ত্রী। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৪টায় এ সম্মেলন শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী এ সংবাদ সম্মেলনে তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত শুক্রবার ঢাকা পৌঁছান। এ সময় তাঁকে বিপুল অভ্যর্থনা দেওয়া হয়।

উত্তর আমেরিকার দেশ দুটি সফরে শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন। পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন-সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

Comments

comments