Download Free BIGtheme.net
Home / জাতীয় / আজ দুপুর থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া

আজ দুপুর থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া

bdonline24_2180

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নাদার কারণে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে নাদার প্রভাব কেটে গেলে রবিবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া কমতে পারে বলে জানিয়েছে অাবহাওয়া দপ্তর।

অাবহাওয়া অধিদফতরের কর্তব্যরত অাবহাওয়াবিদ মো. অারিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। অারিফ হোসেন বলেন, রোববার ঘূর্ণিঝড় নাদা চট্টগ্রাম ও বরিশাল উপকূল অতিক্রম করবে।

সোমবার সকাল পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় ৪ নম্বর সর্তক সংকেত বহাল থাকবে। তিনি বলেন, নিম্নচাপের ফলে উপকূলীয় দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাস হতে পারে।

এদিকে অাবহাওয়া দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও তৎসঙ্গ এলাকায় অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ অাশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Comments

comments