Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না : নাসিম

আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না : নাসিম

bdonline24_2207

অনলাইন ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ কি ভয় পাওয়ার দল। ভয় আপনাদেরই পেতে হবে। এসব বাদ দিয়ে আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিন।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথার জবাবে আজ রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামীকাল (সোমবার) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাস্থল পরিদর্শনে যাবে।

Comments

comments