হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মরত সহকারী গ্রন্থাগারিক বা ক্যাটালগার শিক্ষিকা শরিফা খাতুন এক ছাত্রীকে অসামাজিক কাজে লিপ্ত করায় তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা।
রোববার বেলা ১১টার দিকে ওই শিক্ষিকার অপসারণের জন্য স্কুলের সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, গ্রন্থাগারিক শিক্ষিকা শরীফা সম্প্রতি স্কুলের এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রংপুর নিয়ে যান। পরে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে কাজের কথা বলে তিনি ওই ছাত্রীকে রেখে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর হঠাৎ হোটেলের ভেতরে দুইজন ঢুকে ওই ছাত্রীর সঙ্গে অশালীন কার্যকলাপের চেষ্টা করে।
এসময় ছাত্রীর চিকিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসলে ওই দুইজন পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্কুলের গ্রন্থাগারিক শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে স্কুল কমিটি। পরে তদন্ত কমিটির কাছে অপরাধ স্বীকার করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
কিন্তু এত কিছুর পরও ওই শিক্ষিকাকে কেনো অপসারণ করা হচ্ছে না তারই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে ওই শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে জেলা শিক্ষা অফিসার তাদের দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু তার ২ মাস অতিবাহিত হলেও কোনো সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলন শুরু করেছে।
Comments
comments