অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ঘোষণা দেবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপি।
কানাডা সফর ও জাতিসংঘ অধিবেশন নিয়ে জানাতে রোববার বিকালে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে দলটির মুখপাত্র দায়িত্বে শামসুজ্জামান দুদু এই প্রত্যাশার কথা শোনান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে আমরা বলতে চাই, তিনি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তার দলকে আহ্বান জানিয়েছেন, দেশবাসীকেও আহ্বান জানিয়েছেন। সেই নির্বাচনটা দলনিরপেক্ষ সরকারের অধীনে হবে এবং তিনি তার উদ্যোগ নেবেন- এই ঘোষণা তিনি দেবেন- এটা আমরা প্রত্যাশা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়া পর থেকে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু।
সাম্প্রতিক কানাডা সফর ও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা নিয়ে রোববার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এর প্রায় চার ঘণ্টা আগে বিএনপির প্রত্যাশার কথা জানাতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন শামসুজ্জামান দুদু।
Comments
comments