অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমরা বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না। জঙ্গিবাদ নিরসনে স্মার্টকার্ড ভূমিকা পালন করবে। অপরাধীদের দ্রুত ধরতে এই কার্ড সহায়তা করবে।
আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, স্মার্টকার্ড ডিজিটাল বাংলাদেশ গড়ারই একটি অংশ। ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য মানুষকে আরো উন্নত জীবন দেয়া। আমরা কারো কাছে হাত পেতে কিংবা মাথানিচু করে নয়, জাতি হিসেবে মাথা উঁচু করে চলব। উন্নত বিশ্বের কাঁতারে স্থান করে নেব।
আজ উদ্বোধনের পর ঢাকার দুটি সিটি করপোরেশন ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
স্মার্ট কার্ড বিতরণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট কার্ডের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেন এর কোনো অপব্যবহার না হয়। আশা করছি এটি নকল করা সম্ভব হবে না। এই উন্নত কার্ডই সব রকম সেবা দেবে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, এটি প্রমাণিত হলো। আমরা সবাইকে এই কার্ড দিতে পারছি। এটি জাতি হিসেবে আমাদের আরও উন্নত করবে।
আজ উদ্বোধনের পর ঢাকার দুটি সিটি করপোরেশন ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
Comments
comments