স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান খেলা চলাকালীন মাঠে প্রবেশ করে মাশরাফিকে জড়িয়ে ধরার অপরাধে আটক মেহেদি হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মুচলেকা নিয়ে রবিবার রাত সোয়া ৯টার দিকে মিরপুর মডেল থানা থেকে ছেড়ে দেয়া হয় ম্যাশ ভক্তকে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, ওই যুবককে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে শুধু উত্তর দিয়েছে, ‘মাশরাফি ভক্ত’ শুধু সে কারণেই সে তার সান্নিধ্য পেতেই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছিল। এর বাইরে আর কোনো তথ্য সে জানায়নি।
উল্লেখ্য, শনিবার রাতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় একদিনের ম্যাচ চলাকালে হঠাৎ করেই মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরে মেহেদী হাসান সৈকত নামের এক যুবক। মেহেদি জানায় সে মাশরাফির ভক্ত।
Comments
comments