Download Free BIGtheme.net
Home / জাতীয় / নগর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রকল্পের মেয়াদ ৫ বছর বৃদ্ধি করা হচ্ছে

নগর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রকল্পের মেয়াদ ৫ বছর বৃদ্ধি করা হচ্ছে

Photo_2313

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ও সিডার অর্থায়নে নগর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা (ইউপিএইচসিএসডি) প্রকল্পের মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধি করা হচ্ছে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশীয় পরিচালক (স্বাস্থ্য) সুং সুপ রা এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে দরিদ্র গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৯৯৬ -২০০১ মেয়াদের সরকারের সময় ১৯৯৮ সালে নগর দরিদ্র মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ইউপিএইচসিএসডি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। এ সময় মন্ত্রী এ প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের বস্তিবাসী ও সুবিধা বঞ্চিত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ১৯৯৮ সালে রংধনু ক্লিনিক নামে এ প্রকল্পটি চালু হয়। এ প্রকল্পের ২০১৭ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এ ৫ বছর বাড়ানো হচ্ছে। প্রকল্পে এডিবি ৩০ মিলিয়ন, সিডা ২০ মিলিয়ন ও বাংলাদেশ সরকার ২০ মিলিয়ন ইউ এস ডলার প্রদান করবে।

এ অর্থায়নে প্রকল্পভূক্ত ১১ টি নগর ও ১৪টি পৌরসভার প্রতিটিতে ১টি করে নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২টি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। সম্প্রসারিত প্রকল্পটির মাধ্যমে বর্তমানে ৭৭ লাখের স্থলে ১ কোটি ৩০ লাখ দরিদ্র জনগোষ্ঠি স্বাস্থ্য সুবিধা পাবে।

Comments

comments