Download Free BIGtheme.net
Home / জাতীয় / বসুন্ধরা সিটি শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

বসুন্ধরা সিটি শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

Photo_2314

অনলাইন ডেস্ক : রাজধানীর পান্থপথে বহুতল শপিং সেন্টার বসুন্ধরা সিটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বাসসকে জানান, রোববার রাত ৮টা ৫০ মিনিটে দমকল বাহিনীর কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নির্বাপণ করতে গিয়ে দমকল বাহিনীর কয়েকজন কর্মী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোন দোকান কর্মচারী বা মার্কেটে আগত ক্রেতা-দর্শণার্থী হতাহত হয়নি। কারণ তখন সবেমাত্র মার্কেটের দোকান খোলা শুরু হয়েছিল। আগত ক্রেতা-দর্শণার্থী সংখ্যা কম ছিল।

তিনি বলেন, রোববার দুপুর থেকেই আগুন নিয়ন্ত্রণ আনতে দমকল বাহিনীর ২৮টি ইউনিট একযোগে কাজ করেছে। অগ্নিকান্ডে ওই শপিং সেন্টারের লেভেল-৬’র বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতি পরিমাণ নিরুপণ করার সম্ভব হয়নি। অগ্নিকান্ডের সময় মার্কেটের ভিতরে আটকে পড়া বেশ কয়েকজনকে অক্ষত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আজ রোববার সকাল ১১টা ২৩ মিনিটে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

Comments

comments