অনলাইন ডেস্ক : ভিয়েতনামের উত্তরাঞ্চলে রোববার সকালে টাইফুন দিয়ানমু আঘাত হেনেছে। এই ঘটনায় ৭ জনের মৃত্যু ও আরো ২ জন নিখোঁজ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
শুক্রবার বিকেলে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানার পর টাইফুন দিয়ানমু দুর্বল হয়ে গ্রীষ্মম-লীয় চাপে পরিণত হয়েছে।একই সময়ে ঝড়টির আঘাতে ৪৪টি বাড়িঘর ধসে পড়েছে, ৬৫১টি বাড়ির ছাদ উড়ে গেছে ও ক্ষতি হয়েছে, ১ হাজার ৫১১টি বাড়ি প্লাবিত হয়েছে এবং অবিলম্বে ২ হাজার ১৫৪টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রায় ৮৮৪৩ হেক্টর ধানি জমি ও ১ হাজার ৮৯৫ হেক্টর শস্য ক্ষেত্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি আরো জানিয়েছে, বন্যায় প্রায় ৬১টি গবাদি পশু ও ১ হাজার ৮৯৫টি হাঁস মুরগি ভেসে গেছে। টাইফুনে ১৪ টি সেতু ভেসে গেছে, ৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৬৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে।
Comments
comments