Download Free BIGtheme.net
Home / অর্থনীতি / রিজার্ভ চুরি: দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ

রিজার্ভ চুরি: দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ

bdonline24_1378

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার ফিলিপাইনের ম্যানিলা আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাংকো সেন্ট্রা ফিলিপিনাসকে এই অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন একজন সরকারি প্রসিকিউটর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার কয়েকটি হিসাব থেকে চলে যায় দেশটির ক্যাসিনোতে।

ফিলিপাইনের বিভিন্ন সংস্থা চুরি যাওয়া অর্থের কিছু অংশ নানাভাবে উদ্ধার করে। উদ্ধার হওয়া সেই অর্থের মধ্য থেকে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত পেতে ফিলিপাইনের আদালতে বাংলাদেশের একটি আবেদন বিচারাধীন ছিল। বাংলাদেশের হয়ে আবেদনটি করে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।

Comments

comments