Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ভারতের দিকে তাক করা পাক মিসাইল

ভারতের দিকে তাক করা পাক মিসাইল

screenshot_41

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে হামলা করতে পারে ভারত- এই আশংকায় জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। ভারতের দিকে মিসাইল তাক করে রাখা হয়েছে।

জিও টিভির বরাত দিয়ে ভারতের এই সময়ের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

এতে বলা হয়, ভারতের কোন কোন এলাকায় পাকিস্তান হামলা চালাবে তার ছক ইতিমধ্যেই তৈরি করে রেখেছে দেশটি।

সীমান্ত পার হয়ে যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে তার মোক্ষম জবাব দেয়ার জন্য প্রস্তুত পাকিস্তান।

পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভির খবরে বলা হয়, ভারতের দিক থেকে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে পাকিস্তানের পক্ষ থেকেও তার উপযুক্ত জবাব দেয়া হবে।

খবরে বলা হয়, পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। ভারত আঘাত করলেই সঙ্গে সঙ্গে জবাব দেবে পাকিস্তান।

এছাড়া সীমান্ত রক্ষায় সেনাও মোতায়েন করেছে পাকিস্তান।

সম্প্রতি উরির সেনা ছাউনিতে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দোষ দিচ্ছে ভারত। তবে ভারতের সাজানো নাটক বলে দাবি করেছে পাকিস্তান।

এনিয়ে দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

Comments

comments