স্পোর্টস ডেস্কঃ ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দ্রুতগতিতে রান সংগ্রহ শুরু করেছিলেন মোহাম্মদ শেহজাদ। কিন্তু খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাঁকে সাজঘরমুখী করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরের ওভারে আরেক ওপেনার শাবির নুরির উইকেটও তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর : ৪৮/২।
বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যেতে পারতেন তাসকিন আহমেদ। কিন্তু প্রথম স্লিপে সহজ একটি ক্যাচ তালুবন্দি করতে পারেননি ইমরুল কায়েস। এই ক্যাচ মিসের খেসারতও দিতে হয়েছে বাংলাদেশকে। শুরুতেই জীবন পেয়ে ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শেহজাদ। তবে খুব বেশি আতঙ্ক ছড়ানোর আগেই তাঁকে সাজঘরে ফিরিয়েছেন মাশরাফি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন শেহজাদ। পরের ওভারে সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন নুরিকে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৮০, মাহমুদউল্লাহর ৬২, সাকিবের ৪৮ ও ইমরুল কায়েসের ৩৭ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২৬৫ রান জমা করেছিল বাংলাদেশ।
Comments
comments